অভিমত ডট লাইভ
‘অভিমত ডট লাইভ’ স্বাধীন সাংবাদিকদের মাধ্যমে পরিচালিত অপিনিয়ন-বেসড বা মতামত/অভিমত ভিত্তিক ওয়েবসাইট।
এর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ। আজকের কাগজ, সমকাল, যায়যায়দিন, প্রথম আলো, কালের কণ্ঠ, পরিবর্তন, দেশ রূপান্তর সহ নানা সংবাদমাধ্যমে তিনি ২০ বছরের বেশি সময় কাজ করেছেন।
অভিমত পরিচালনার ক্ষেত্রে আমরা স্বাধীন সাংবাদিকতার নীতি অনুসরণ করতে চাই। আর এ কারণে কোনো কর্পোরেট বিজ্ঞাপন বা ব্যবসায়িক বিনিয়োগের দারস্থ হতে চাই না।
কিন্তু নিজেদের ব্যয়ে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল একটি সাইট পরিচালনা করা আমাদের পক্ষে কঠিন।
প্রশ্ন হলো, তাহলে এই ওয়েবসাইট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কোথা থেকে আসবে? এর কর্মীদের বেতন, লেখকদের সম্মানী কীভাবে দেওয়া হবে?
উত্তর হলো, এই সাইটের ব্যয়ভার নির্বাহ করবেন আপনারা, মানে এর পাঠক-পাঠিকারা। আপনি যদি আমাদের প্রতি আস্থাশীল হন, যদি চান অভিমত ডট লাইভ সফল হোক, তবে আমাদের একশ টাকা পাঠিয়ে দেবেন।
আমাদের দেশে ডোনেশনের ধারণা অপরিচিত হলেও বাইরে এটি বেশ জনপ্রিয়। কর্পোরেট নিয়ন্ত্রণ থেকে বের হতে অনেক সংবাদমাধ্যম ক্রাউড ফান্ডিং বা ডোনেশনের ওপর নির্ভরশীল হচ্ছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান সহ বিশ্বের অনেক ছোট-বড় সংবাদ মাধ্যম এই মডেলটি বেছে নিয়েছে।
অবশ্য কর্পোরেট বিনিয়োগই সংবাদমাধ্যমের একমাত্র সমস্যা নয়। কর্পোরেট বিনিয়োগের পরও সংবাদমাধ্যমগুলো ব্যবসা-সফল হতে পারছে না। সংবাদপত্র ও নিউজ পোর্টাল থেকে বিজ্ঞাপন চলে গেছে ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে অডিও-ভিজুয়াল কন্টেন্ট মাধ্যমগুলোতে। ফলে, অক্ষর ও বর্ণ ভিত্তিক সংবাদমাধ্যমগুলো সারা বিশ্বেই লোকসানি খাতে পরিণত হয়েছে।
এ থেকে বের হওয়ার দুটি উপায়, এক সাবস্ক্রিপশন বা ডোনেশন।
বিদেশে সফল হলেও, আমাদের দেশে সাবস্ক্রিশন মডেল অর্থাৎ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সংবাদমাধ্যমের গ্রাহক হওয়ার মডেলটি এখনও সফল হয়নি।
ফলে আমরা দ্বিতীয়টি বেছে নিলাম। অপিনিয়ন ভিত্তিক ওয়েবসাইট বাংলাদেশে প্রায় নতুন। ক্রাউড ফান্ডিং বা ডোনেশন-ভিত্তিক মডেল আরও নতুন।
পরীক্ষামূলক এই উদ্যোগটি সফল হবে বলে আমরা মনে করি।
আমরা পাঠক-পাঠিকাদের সবচেয়ে ছোট এমাউন্ট অর্থাৎ একশ টাকা পাঠানোর আহবান জানাই।
কীভাবে পাঠাবেন?
টাকা পাঠাতে হলে প্রথমে আপনাকে মেইল করতে হবে আমাদের। ফিরতি মেইলে আপনাকে জানানো হবে আপনি কীভাবে টাকা পাঠাবেন।
মেইল অ্যড্রেস : [email protected]